নিণীষ

আমাদের সম্পর্কে

নিণীষ শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম ভিত্তিক একটি শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা কাজ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মেধা বিকাশে, আয়োজন করে বিভিন্ন প্রকার সহ-শিক্ষা কার্যক্রম যেমনঃ বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযগিতা, খেলাধুলা ভিত্তিক প্রতিযোগিতা সহ পরবর্তী প্রজন্মকে আত্নকর্মসংস্থান ভিত্তিক গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেয় যা মেধাবী জাতি গঠনে সহায়তা করবে। নিণীষ এর স্বপ্ন আছে, লক্ষ্য আছে, আছে পরিকল্পনা এবং কর্মচঞ্চলতা। নিণীষ এর যাত্রা শুরু হয় ২০২০ সালে মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে মুজিব অলিম্পিয়াড ২০২০ এবং মুজিববর্ষ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ আয়োজনের মাধ্যমে। পরবর্তীতে করোনার কারনে অন্যান্য বিভাগীয় পর্ব সম্পন্ন করা সম্ভব হয় নি। ২০২০-২০২১ এই পুরো সময়টাতে নিণীষ অনলাইন প্লাটফর্ম ডিসকর্ড ব্যবহার করে অনলাইন ভিত্তিক ৫৬টি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, যার ভিতরে অনলাইন ভিত্তিক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা - Wilderness Open 2020 এর আয়োজক ছিলো নিণীষ। উক্ত প্রতিযোগিতায় পুরো বিশ্ব থেকে ১২০ টি দল অংশগ্রহণ করে। এছাড়াও ২০২২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাস জুড়ে নিণীষ গাজীপুর জেলার ৫৬ টি স্কুল নিয়ে ইন্টার স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস জুড়ে খুলনা জেলার ১২ টি স্কুল নিয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। আমারা চাই আগামীর তরুণ প্রজন্ম ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে তার সহ-শিক্ষা কার্যক্রম এর চর্চা বৃদ্ধি করুক। আমরা বিশ্বাস করি গতানুগতিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষার চর্চা একজন শিক্ষার্থীর মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একঝাক তরুন মেধাবী এবং উদ্ভাবনী চিন্তাধারার তরুনদের নিয়ে গঠিত নিণীষ এর নেতৃত্ব। যাদের নিরলস প্রচেষ্ঠা এগিয়ে নিয়ে যাচ্ছে নিণীষ-কে, জাতিকে জানতে সাহায্য করছে আজ এবং আগামীর বাংলাদেশ সম্পর্কে, অনুধাবন করাচ্ছে বাংলাদেশের শেকড়-কে।

মিশন

আমাদের মিশন

আগামীর ভবিষ্যৎকে সঠিকভাবে মূল্যায়নের জন্য আমরা সবার জন্য সমান এবং সহজভাবে সহ-শি ক্ষা চর্চার পরিবেশ তৈরি করি। স্মার্ট বাংলাদেশ গঠনে আগামীর ভবিষ্যৎ কে নিরলস প্রচেষ্টা ও উদ্ভাবনের মাধ্যমে সহ-শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ গড়ে তুলে , গুণগত শিক্ষার সকল প্রতি বন্ধকতা ভেঙে, একটি সহজ অনলাইন ভিত্তিক সহ-শিক্ষার ইকোসিস্টেম গড়ে তুলে আগামীর স্মার্ট সিটিজেন এবং স্মার্ট কমিউনিটি কে পুরো বিশ্বের সামনে আমরা তুলে ধরতে চাই

দৃষ্টিকোণ পরিবর্তন

Perspective Shift

প্রতিযোগিতা মূলক শিক্ষা

Competitive Education

উদ্ভাবনী শিক্ষা

Innovative Education

সম্প্রেষণ উন্নতি ও নেতৃত্ব

Communication Enhancement & Leadership

প্রযুক্তি ও কর্ম

Technology & Work

স্মার্ট সিটিজেন

Smart Citizen

আয়োজন

পূর্ববর্তী আয়োজন সমূহ

আয়োজন

পরবর্তী কার্যক্রম সমূহ

বাংলাদেশ প্রোগ্রামিং কন্টেস্ট ২০২৪

স্থান

সমগ্র বাংলাদেশ

সম্ভাব্য সময়

মার্চ থেকে মে - ২ মাস ব্যাপী

Youth Skill Fest 2024

স্থান

ঢাকা, গাজীপুর

সম্ভাব্য সময়

জুন, জুলাই

Smart Bangladesh Debate Fest 2024

স্থান

সমগ্র বাংলাদেশ

সম্ভাব্য সময়

সেপ্টেম্বর

যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত

01658366966